মুক্তো ঝরানো হাসির ঝর্ণাধারায়
উদ্ভাসিত মুখমন্ডল!
অন্তরালে...
চোরা ক্ষত,নীল বেদনার আঁচড়!
ভেজা চিন্তার আনাগোনা,
দৃষ্টির সীমানা ছাড়িয়ে!


ওরা থাকে ভেজা বালিশে,জল থৈ থৈ চিলেকোঠায়,
বিনিদ্র রাতের আঁধার জানালায় উঁকি দেয় ওরা!
ছন্নছাড়া ঘাসফুলের আলাপনে খুঁজে নেয় নিজেদের অস্তিত্ব,
অলক্ষ্যে ঝরে পড়া নোনা জলে বাস ওদের!
বেঁচে থাকার অভিনয়ের অন্তরালে ডানাহীন বিহংগ ওরা,
ওরা অসময়ের সঙ্গী,একাকীত্বের আলাপন!
ওরা আছে শয়নে ,স্বপনে, মননে,জ্বালাময় জীবনে!