আনন্দে যখন পাখিরা গায়
যখন দখিনা বাতাস বয়
আমি তো তখন শ্রান্ত পথিক
বসেছি কোনো বটের ছায়ায়!
ওই যে দূরে সাজে রাজপথ
রাজার ঠোঁটে হাজার শপথ,
কোনো নদীপথ ভাবে গতিপথ
এ বার বুঝি যায় যে থেমে,
আর কী কেউ লিখবে কবিতা
কখনো আবার আমার নামে!
একলা পথে এই আসা যাওয়া
আরশি যখন শেষ সহায়,
দু'চোখের পাতা ভারী হয়ে আসে
ভাবি বসে মনে...
আমার তাতে কী আসে যায়!