তুই তো পাখি ভেবেছিলি
গাইবি সুরে গান,
মিষ্টি ছোঁয়ায় রঙিন আবেশ
জুড়িয়ে দিবি প্রাণ!
আজ যে বড়ো সুর হারালি
কী যে হলো হায়,
গাইতে গিয়ে আজ কেন তোর
কন্ঠ কেঁপে যায়!
এই দুনিয়া নয় পাখি তোর
সব এখানে ফিকে,
নেই কোনো সুখ শুধুই অসুখ
কলুষ চারিদিকে!
যা পাখি তুই যা চলে যা
দূর অজানার শেষ সীমানায়,
সুর ও সুখের সেই দুনিয়ায়
রঙ যেখানে কানায় কানায়!
পেছন ফিরে তাকাস না আর
নেই তো কিছুই বাকি,
যা আছে তা মিথ্যে সবই
শুধুই দেবে ফাঁকি!