"ও চাঁদ, সামলে রাখো জোছনাকে"


বলেছি কতোবার....
বাধ সাধল চাঁদের অহংকার
ভাবে ও, জোছনা ওর
জন্ম জন্মান্তরের অধিকার,
বেশি বোঝার নেই যে দরকার!
পূর্ণিমা রাতে ডাকে...
আয় জোছনা আয়
মাখি তোকে গায়,
স্নিগ্ধ আলোর মিঠে পরশে
করব জগত জয়!


মেঘ এসে জোছনাকে
আড়ালে যে ঢাকে...
চাঁদ আছে তবু নেই
কেঁদে মরে ও যে আজ
ওই যে আঁধার বাঁকে...!