আধুনিকতার প্রবাহে ভাসছি কেবল
অত্যাধুনিক হতে পারিনি এখনো
আমি এখনো সেকেলের হাত ধরে
মায়ের আঁচলের গন্ধ খুঁজি কবিতায়।
আমি তো এখনো আটপৌরে শাড়ী পরিহিতা
সেই লজ্জাশীলা নারী
জীবনের পথ ধরেই হেঁটেছি অনেকটা
তবু জীবনকে বুঝতে পারিনি আজও,
আমি তো এখনও জীবন খুঁজি
দোয়েল শ্যামার শিসে
বুঝতে পারিনি সন্ধ্যে নেমেছে কখন
স্বপ্নের ঘুড়ি ওড়াই আবীর রাঙা পূবাকাশে।
কিছু শব্দের বিনিময়ে শুধু কবিতার বুকে বাঁধি ঘর
এখনো সাজাই পূজার থালা কবিতায় খুঁজি ঈশ্বর।
এখনো শেষ হয়নি তো পড়া সহজ পাঠের পাঠ
যে নৌকা ভাসিয়েছিলাম উজান স্রোতে কবিতার খোঁজে
তার অপেক্ষায় প্রহর গোনে নির্জন খেয়াঘাট।