ছেলেবেলা ফিরছে যে ওই
সহপাঠীর হাত ধরে,
রাত্রি শেষে আবার যেন
পৌঁছে গেছি খুব ভোরে।
পড়ছে মনে সবটা আবার
আমলকী আর বকুলতলা,
মধুর স্মৃতি বন্ধুপ্রীতি
স্বর্ণযুগের ছেলেবেলা।
কৃষ্ণচূড়ার ডালটা ধরে
দিব্যি কেমন দোল খাওয়া,
খুশির দোলায় ছোট্ট মনের
কন্ঠ ছেড়ে গান গাওয়া।
ছিল হাজার নিষেধ মানা
মেলত তবু অবাধ ডানা,
নীল আকাশে মেঘের দেশে
ডাকত সুদূর কোন অজানা।
সবাই ছিলাম আনন্দেতে
নেই ভাবনার দেশে,
কাটত যে দিন আনন্দেতে
ফুলের হাসি হেসে।
ফিরত যদি স্বর্ণালী দিন
আবার ভালোবেসে,
হারিয়ে যেতাম মিলিয়ে যেতাম
কোন সে নিরুদ্দেশে।