আকাশ ভালো,বাতাস ভালো
মাটি ভালো,জলও ভালো,
মানুষ ভালো,ব্যাবস্থা ভালো
চারিদি কে ভালোই ভালো......
বাতাস বড়ই শুদ্ধ হেথায় নেইতো pollution,
এক নিমেষে সব সমস্যার হয় যে solution...
অর্থনীতি,রাজনীতি, যুদ্ধনীতি ভালো
বলতে পারো তবু কেন জ্বলে না মনের আলো?
সাদা কালোর ভিনদেশ যে সবকিছুতেই best
তবুও মন বলে কানে কানে তুই এদেশের Guest..
মন শুধু বলে জন্মভূমি , সেখানেই যত হর্ষ
মন ,প্রাণ,হৃদয়জুডে় শুধুই ভারতবর্ষ....
নিজেদেরই স্বার্থে আজ এই দেশেতে আসা
তবু ক্ষণে ক্ষণে জেগে ওঠে মনে দেশের প্রতি ভালোবাসা......
অনেকেই জানি বলবে আমায় আঁতেল বোকা কিংবা ন্যাকা,
মানছি আমি সবই তবু যায়না ভুলে থাকা.....
ভালো থাকার তাগিদে আজ ভাসছে সবাই ভালোর জোয়ারে
দেশে ফেরার নাম শুনলেই ভুগছে অনেকেই প্রবল জ্বরে....
আৎকে উঠে বলছে তারা যেতে হবে দেশে ফিরে?
নিত্যদিনের সমস্যাতে ফিরতে কি আর ইচ্ছে করে!!!
নেইতো বিভেদ ধনী দরিদ্রের,নেইতো ক্ষূধার হাহাকার,
নেই তো হেথায় অর্থের অভাব,নেই যে কোনো বেকার.....
কী ভালো কী মন্দ তুলনা আমি চাইনা
টান যে শুধু দেশের প্রতি,আর কিছু তো জানিনা....
প্রকৃতি হেথায় সবুজে ঘেরা,আছে অনেক রূপ
তবুও দেশের প্রকৃতি যেন মনে হয় অপরূপ....
ভয় হয় প্রযো়জনে যদি আমিও ভাসি সুখের তরে!
ওগো জন্মভূমি পারবে কি দিতে ক্ষমা করে?
ভিনদেশেতে শ্রদ্ধা রেখে দেশকে সঁপেছি মন প্রাণ,
ভালোবাসি দেশকেই আমি,এটাই বুঝি নাডী়র টান!
গর্বিত আমি ভারতীয় বলে,ভারতই আমার আপনঘর,
ফিরব আবার দেশে কবে,অপেক্ষাশুধু দিনভর....
তোমায় ছেডে় এসেছি বলেই,হৃদয়জুডে় তোমার নাম
স্বাধীনতা দিবসের দিনটিতে তাই তোমায় জানাই শতকোটি প্রণাম......