এলোমেলো যা খুশি
কাটাকুটি  আঁকিবুকি,
ছিন্নপত্র হেথায় হোথায়
চলছে যে লেখালেখি...
হারিযে় গেলি কোথায় আজ?
কপালে তাই পডে়ছে ভাঁজ!
না!না! হচ্ছে না
কলম যে আর চলছে না!
মনের মাঝে শব্দগুলো
করছে হুটোপুটি,
হৃদয়জুডে় ভাবনাগুলো
খাচ্ছে লুটোপুটি,
কিছুতেই তারা যে আজ
চেনা ছকে ফাঁসছে না!
পথ চেযে় তোর শূন্যপাতা
চলে আয় লক্ষ্মীটি,
অকারণে হঠাৎ কেনো
আজ হলো তোর ছুটি?
আয় কবিতা আয় চলে আয়
এবার  অনেক হলো,
ধৈর্যের বাঁধ ভাঙছে হেথায়
বেলা যে বযে় গেল!