নির্জন দুপুরে একাকী জানালায়
অতীতের স্মৃতিগুলো মন শুধু হাতড়ায়!
সেই  পথ ,সেই কোলাহল,সেই চেনা আকাশ,
আজ তা উপভোগের নেই কোনো অবকাশ!
আত্মীয়,পরিজন ,সেই বন্ধুপ্রীতি,
বহুদূরে সব আজ,নেই জীবনে গতি!
একাকী মন হারিযে় চলে সুদূর ওই নীল নীলিমায়
উদাস বাউল আজ সে যে কালো মেঘের ঘনঘটায়!
ফিরবে সবই কোনো একদিন,এই ভেবে খুশি থাকা
সুদূর ওই পথটি চেযে় এখন শুধু অপেক্ষা!