ঝরা পাতায় সুখ মাখিযে়
ভাসাও এবার জলের তোডে়,
দুলে দুলে ভাসতে ভাসভে
যাবে সেতো আজ দূর বহুদূরে!
দুঃখ এসে নাড়ছে কড়া
দণ্ডায়মান দ্বারে,
মুখ ফেরানোর নেই যে উপায়
বরণ করতেই হবে তারে!
জীবনে যে চলছে আজ
সুখের বাড়াবাডি়,
দুঃখ এসে বলছে ডেকে~
ঢেড় হযে়ছে, ক্ষণিকের তরে
স্থানটা এবার দে তো দেখি ছাডি়!
জীবনের গান যাবে কি গাওয়া
দুঃখকে ছাড়াই,
দুঃখ আছে বলেই তো না
সুখের এতো বড়াই!
দুঃখ সুখের বোঝাপড়া
নিযে়ই চলে জীবন,
দুঃখকে জয় করেই হবে
সুখের প্রত্যাবর্তন!!!!!