কী পেযে়ছি তা নিযে় কোনো মাথাব্যথা নেই
ফাঁকতালে মনের মধ্যে ঢুকে পড়া চাওয়াগুলোকে
বেশ করে কচলে দিযে়ছি দুহাতে,
স্বপ্নগুলোর জন্য রেখেছি কটাক্ষ্এর কড়া পাহারা!
কে যেন আত্মাটাকে ত্যাগের মন্ত্রে বশীভূত করবার
চেষ্টা চালিযে যাচ্ছে নিরন্তর,
আমার হযে়ই কে যেন আমায় নিংডে় নিচ্ছে সারাক্ষণ.
নিজের অজান্তেই কন্ঠ থেকে বেরিযে় আসছে~
নাও নাও সবটুকু নিযে় নাও,প্রযো়জনে শেষ বিন্দুটুকু শুষে নাও!
চোখে রঙীন স্বপ্ন সাজিযে় যে মায়াবৃত্ত রচনা করেছি সেদিন
তার আচ্ছাদন হযে়ই যেন বেঁচে আছি আমি!
এই বৃত্তই আমার সমগ্র জগৎ.আমার পৃথিবী,
জীবনের শেয নিঃশ্বাসটুকুও গচ্ছিত রেখেছি এই মায়াবৃত্তের জন্য!


(য় তে এ-কার,ই-কার টাইপ করতে অসুবিধা হচ্ছে..ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী)