মেঘের কোমলতার আলিঙ্গনে নীলাকাশের প্রেক্ষাপটে দন্ডায়মান দাম্ভিক সবুজ!
যেন পরপর আঘাতেও এতটুকু আঁচড় পড়েনি অহংকারে
দৃঢ়তা রয়েছে অম্লান!
নীল ক্যানভাসে কে যেন সবুজের জলছবি এঁকে চলেছে নিরন্তর
ধোঁয়ায় ঘেরা মায়াজালে দানা বাঁধছে কোন অজানা রহস্য,
সবুজের বুক চিড়ে প্রবাহমান ধারা ছুঁইয়ে দিচ্ছে প্রাণস্পন্দন!
সৌন্দর্য্যের রূপ মাধুরীতে হারিয়ে যেতে যেতে
হঠাৎ একটা দমকা হাওয়া,
সুগভীর ওই খাদ যেন ডাকছে আমায় অতলে!
ভয়ঙ্কর এই নীরবতায় একাকীত্ব ক্রমবর্ধমান,
কোণায় কোণায় লুকিয়ে জ্বলজ্বলে লোলুপ দৃষ্টি
সুযোগ পেলেই নীল সবুজের নিটোল সৌন্দর্য্যে
একটু কালিমা লেপে দেবে বলে,
সবুজের উদারতার মাঝে বসিয়ে দেবে স্বার্থসিদ্ধির থাবা!
সবকিছু উপেক্ষিত দৃঢ়তার দম্ভের কাছে.
হারিয়ে চলে মন সবুজের হৃদয় ভেদ করে
পৌঁছে যায় প্রতিটি শিরা উপশিরায়!
সৌন্দর্য্যের সবটুকু নিংড়ে মোহাবিষ্ট হয়ে চলে নিরন্তর!