ইচ্ছে করে ফিরে যেতে
আবার ছেলেবেলায়,
থাকবে নাতো চিন্তা কোনো
মাতব শুধু খেলায়!
থাকবে শুধু সরলতা
মন ষে হবে চঞ্চল,
আসুক যতই বিপদ বাধা
থাকবে মাযে়র আঁচল!
ইচ্ছে করে ফিরে যেতে
আবার পুতুল খেলায়,
লুটব মজা বৈশাখী ঝডে়
আম কুড়ানোর বেলায়!
পিঠে ব্যাগ আর বোতল হাতে
আবার স্কুলে যেতে,
খেলার মাঠে বন্ধুরা সব
খুশি মজা লুটতে!
ইচ্ছে করে দুঃখ সুখের
হিসেব ভুলে যেতে,
জ্যোৎস্না রাতে বলব মাকে
ঘুম পাড়ানি গাইতে!
চাওয়া পাওয়া মোহ মায়া
চাইব না যে বুঝতে,
শিশু সুলভ সরলতা
আবার ফিরে পেতে!
ফিরবে না যে সেদিন আর
যতই ভাবি মনে!
সোনালি সব দিনগুলি যে
হৃদযে় আছে যতনে!
হাতছানি দেয় ছেলেবেলা
আজও দুহাত বাডি়যে়,
জীবন মরণের সীমানা পেরিযে়
ছেলেবেলা গেছে হারিযে়!


(টাইপিং এরর-এর জন্য দুঃখিত)