খুঁজে আমি কথা আর
খুঁজে ফিরি ভাবনা,
যেভাবে চাইছি আমি
সেভাবে তো পারি না!
আরশিতে কখনও বা
খুঁজে ফিরি নিজেকে,
আবছায়া কাঁচটাতে
সবকিছু লাগে ফিকে!
মনে হয় সব ভুল
খুঁজে ফিরি নির্ভুল,
সাজাব কেমনে আজ
দেখিনা যে কোনো কূল!
এলোমেলো অগোছালো
বুঝি না যে কী হলো,
বেশ ছিল ঝলমলে
আজ কেনো নেই আলো!
এই বেলা আজ বুঝি
দিতে হবে টেনে দাঁড়ি
নিরাশার জাল বুনে
কবিতা আজ ফেরারী!