হিসেব শুধু কষেই চলি কী পাইনি কী পেয়েছি!
যা আমি পেয়েছি তা কি আমি চেয়েছি,
যা আমি চেয়েছি কতখানি পেয়েছি?
ভাবতে কেন পারি না কভু এটুকুই ছিল পাওনা,
না পাওয়ার হিসেবগুলো দেয় শুধু যাতনা!
হয়তো বা ছিল ত্রুটি তাইতো হয় নি পাওয়া,
নয়তো বা ভেবে থাকা পড়েছে দুর্ভাগ্যের ছায়া!
না পাওয়াকে মুছে ফেলে আপন করে যত পাওয়া,
বর্তমানের আলিঙ্গনে সমুখের পথে আসাযাওয়া!
এই যদি হতো সদা হিসেবের সঙ্কল্প,
সুখময় হতো বুঝি জীবনের গল্প!