বদলে গেলো জীবন আমার
এক চিলতে সিঁদুরে!
বলবে না আর কেঊ কখনো
বাবার মেয়ে খুব আদুরে!
দিতে হবে পরীক্ষা
বিচার হবে আমার,
সদুত্তর পেলে সবাই
তবেই আমার ছাড়!
করবে যাচাই সবাই মিলে
কী শিখেছি বাপের ঘরে,
ত্রুটি হলেই আঙুলগুলো
উঠবে যে সব ওদের তরে!
মাথার ঘাম পায়ে ফেলে
করলে যারা বড়ো,
নেই অধিকার মেয়ের 'পরে আর
সংকোচে জড়োসড়ো!
মায়ের আদর বাবার সোহাগ
থাকবে শিকেয় তোলা
এখন থেকে চলবে সবার
মন যোগানোর পালা!
চোখ পাকিয়ে বলবে সবাই
ছেঁটে ফেলো ইচ্ছে ডানা,
সবার মতেই বাঁচবে এবার
চলবে না তো টাল বাহানা!
সইতে আমায় হবেই যে সব
আমি যে এক নারী,
সমাজ মোদের পুরুষ প্রধান
চলবে না বাড়াবাড়ি!
প্রতিবাদে সরব আজ
বহু আধুনিকা,
শান দেওয়া সব কথায় বিঁধে
তাদের বেঁচে থাকা!
পরের তরেই জন্ম আমার
নিজের বলে নেই তো কিছু
স্বাধীনভাবে বাঁচতে গেলেই
সমাজ নেবে পিছু!
ইচ্ছে করে বদলে দিতে
সমাজের এই প্রথা,
এই সমাজে ক'জন বোঝে
নারীদের এই ব্যথা?