জগত জুড়ে করছে সবাই শুধুই টাকা টাকা
টাকা ছাড়া ঘুরবে না যে জগতের এই চাকা!
টাকাই এখন স্বর্গ মর্ত্য টাকাই যেন ধর্ম
টাকার তরেই হচ্ছে যে সব অমানবিক কর্ম!
টাকার অভাব বড়ই জ্বালা এও সত্যি যেমন
বিপুল অর্থ বাড়ায় আবার অশান্তির কারণ!
টাকার খেলায় মাতছে জগত করছে অপরাধ
অন্যদিকে টাকাই আবার মেটাচ্ছে সব সাধ!
জীবনের এই গোলকধাঁধায় খাচ্ছি সবাই হাবুডুবু
বাঁঁচার তরে টাকার খেলায় প্রতিক্ষ্ণে কাবু!
টাকা ছাড়া বেঁচে থাকা সত্যিই দুঃসাধ্য
তবুও মানুষ থাকে যেন মনুষ্যত্বের বাধ্য!