এ জ্বালা কেমন জ্বালা
জ্বালায় শুধু বারে বারে,
দেয় না ধরা সবার মাঝে
বাস যে তার অন্তরে!
এ জ্বালা কেমন জ্বালা
শোনে না যে শাসন বারণ,
তিলে তিলে পোড়ায় জীবন
হয় না তবু জ্বালার মরণ!
এ জ্বালা কেমন জ্বালা
কাঁদিয়ে চলে অন্তরালে,
নাট্যমঞ্চে হাসায় আমায়
নিজে হাসে আডা়লে!