তুমি আছো প্রিয় তাই
সকাল ভারী মিষ্টি,
নানা রূপে অপরূপা
যেন এই সৃষ্টি!
প্রিয় তুমি আছো তাই
বেদনাতে খুঁজি সুখ,
শত নিরাশার মাঝে
আশা দিয়ে বাঁধি বুক!
তুমি আছো প্রিয় তাই
পথ ভুলে চলে যাই,
হাতটি তোমার হাতে
ভয় ভীতি দূরে তাই!
প্রিয় তুমি আছো তাই
রঙীন ঐ বসন্ত,
দ্বারে এসে দেয় ধরা
নেই যে খুশির অন্ত!
তুমি আছো প্রিয় তাই
নিজেকে হারাতে চাই,
যুগে যুগে আমি যেন
তোমাকেই পাশে পাই!