সকাল হতেই উঠ্ল বেজে
সেই যে চেনা শব্দ,
টাইম ইজ ওভার
ঘুম যে হলো জব্দ!
আড়মোড়া ভেঙ্গে শয্যা ছেড়ে
ঊঠতে হবে এবার,
ছোটো এককাপ চায়ের সাথে
আর একটা দিন আবার!
আর দেরি নয় জীবন এসে
দণ্ডায়মান দ্বারে,
হাত বাড়িয়ে ডাকছে সে যে
শত মানুষের ভিড়ে!
চলতে হবে ছুটতে হবে
অপেক্ষায় কত কাজ,
এই হলো আম জনতার
পরশু কাল আজ!
এমনি করেই চলছে ভেসে
সাধারণের জীবন স্রোত,
মাঝে মধ্যে টিপ হিসেবে
একটু আমোদ প্রমোদ!
চলতে চলতে কোনো একদিন
থমকে যাবে জীবন,
সাধারণের জীবন এ তো
অতি সাধারণ!