সাধ করে সেদিন বলেছিলে -
তোমার আমার জীবন বীণা এক তারেতে বাঁধা,
আমি আমার কৃষ্ণ ওগো তুমি আমার রাধা!


ছিন্ন বীণার খণ্ড তারে আজ আমি কৃষ্ণ বিনে রাধা,
স্মৃতির পাতায় হাতড়ে চলি ক্যানভাসও আজ সাদা!
চাঁঁদের কাছে জেনেছি আমি তোমার ঠিকানা,
সুখের ঘরে বাস যে তোমার স্মৃতিতে চাইবে না!
আমি বসে পথ চেয়ে ফাগুনের গান গেয়ে
ভুলে যেতে চাই যে তোমায় তবু ভুলি না,
নতুন তারে বীণাটারে বাঁধতে যে পারি না!
আশা নিয়ে ভালোবাসা স্বপ্নে যে বাঁধে বাসা
প্রতীক্ষার ঐ আঁধার পথে দেখায় নতুন আলোর দিশা!