প্রকৃতির মাঝে আমি
নিজেরে হারাতে চাই,
হারিযে় নিজেকে আমি
খুঁজে ফিরে পেতে চাই!
হারাব যেদিন আমি
নীল পাহাডে়র বুকে,
চিনে নেব আমি এক
দাম্ভিক দৃঢ়তাকে!
হারাতে চাই যে আমি
নদীর আপন পথটিতে,
ফিরে পাব আমার আমিকে
স্বতঃস্ফূর্ত ভন্গিতে!
হারিযে় যাব যে আমি
ঘন নীল নীলিমায়,
ডানা মেলে ভাবনারা
উডে় চলে যেতে চায়!
হারিযে় যাব যে আমি
গহন ওই অরণ্যে,
চেযে় নেব উদারতা
হৃদযে়র জন্যে!
হারাব যেদিন আমি
সবুজ ওই তৃণ দলে,
জানব নিজেকে আমি
সহনশীল বলে!
হারাতে চাই যে আমি
প্রকৃতির কোণায় কোণায়,
খুঁজে নেব সবটুকু
যেভাবে নিজেকে মানায়!