ভালোবাসার শেষটা সেদিন দেখেছিলাম জানালায় দাঁড়িয়ে -
তারপর কেটে গেছে বেশ কিছু অভিমানী রাত,
বয়ে গেছে অঝোর ধারা,রচিত হয়েছে বেলা শেষের গান!
আজ আমার একলা আকাশে চাঁদ আর হাসে না,
আঁধার ঘরে জোনাকিরাও আর জ্বলে না!
আমার একলা সময় থমকে দাঁড়ায় ব্যস্ত সময় দেখে,
মাঝে মাঝে মনে হয় এই বেশ হয়েছে -
এই তো সময় নিজেকে নবরূপে আবিষ্কারের
নতুন করে নিজেকে চিনে নেওয়ার সময় এখন!
জীবন একটাই, হেলায় হারানো যাবে না এই অমুল্যকে,
মরীচিকার পেছনে বৃথাই ছোটা,মিথ্যে সব মিথ্যে
সত্যি শুধু নতুন করে বেঁচে থাকার স্বপ্নটুকু!
খুঁজে নিতে হবে আলোর পথ,
স্বপ্নময় কোনো অজানা হয়তো আমার অপেক্ষায়!!