ও মেয়ে তুই ভালো তবু
তুই যে বড়ই কালো!
রূপ যে তোর আছে তবু
নেই তো মানে থাকা,
কালো রঙের আড়ালে তোর
রূপ পড়েছে ঢাকা!
তুই যে বড়ই কালো!
বাপ মায়ের চিন্তা বাড়াস
যখনই এসে সামনে দাঁড়াস,
তুই যে বড়ই কালো!
গুণও তোর আছে তবু
নেই তো কোনো কদর,
কালো মেয়ের এই সমাজে
নেই যে কোনো আদর!
তুই যে বড়ই কালো!
রাস্তাঘাটে চলার ফাঁকে
সবাই দেখে আড়চোখে,
মেয়েটি বড়ই কালো -
সত্যি, তুই যে বড্ড কালো!


কালো বলে থাকুক না মেযে়র
যতই অবহেলা,
তারই মাঝে স্নেহের ছায়ায়
জীবন পথে চলা!
মা বলেন -
হোস না তুই যতই কালো
কালোই তো জগতের আলো,
ভগবান শ্রীকৃষ্ণও তো
তোরই মতো কালো!
রূপ, সেতো ক্ষণিকের তরে,
গুণ থেকে যায় মরণের পরে!
অন্তরের শক্তিটাকে জাগিয়ে
এবার ঘুরে দাঁড়া ,
শক্তিরূপিনী নারীর ডাকে
জগত সেদিন দেবেই সাড়া!
করবে সবাই ইর্ষা তোকে
বলবে কথা ভালো,
বলবে আর কেউ কখোনো
তুই যে বড়ই কালো!