আজ শ্রাবনে একলা মনে
এ কোন ধারা বয়,
অনেক চেনা তবু যেন
সেই চেনা তো নয়!
শীতল ধারায় উষ্ণ ছোঁয়া
চেনা সুরেই গান গাওয়া,
তবু যেন চেনার মাঝে
অচেনাকেই খুঁজে যাওয়া!
অঝোর ধারা ঝরে চলে
যেন কিছু কথা বলে,
কিছু চেনা অচেনাকে
মন শুধু খুঁজে চলে!
আজ শ্রাবনে একলা এ মন
কী যেন পেতে চায়,
অচেনা ঢঙে আকাশ কেন
নামল আমার পায়!