সেই ছোট্টো বেলায় গেঁথেছিলাম
বিনি সুতোর মালা,
তুই চাস বা না চাস
তোর জন্যেই সয়েছি বিরহ জ্বালা!
ভেবেছি কতবার পড়াব সে মালা তোকে
একান্তে সংগোপনে,
তোর ভালোবাসার প্রসাধনে
সাজাব নিজেকে যতনে!
তুই জানলি না -
তোর দ্বারে প্রবল উৎকণ্ঠায় অপেক্ষারত
পিপাসু দুই নয়নের ভাষা তুই বুঝলি না!
জানলি না কোন মরমে মরেছি আমি
ভালোবেসেছি তোকে মানিনি কোনো শর্ত,
তোর অগোচরে আশা ভালোবাসা
প্রত্যাশারা আজ শুধুই ব্রাত্য!
তোর হৃদয়ে বেঁধেছে আজ
অন্য কারও সুখের বাসা,
ছিঁডে়ছে বিনি সুতোর মালা
অজান্তে কেঁদে চলে আমার নীরব ভালোবাসা!