"যখন পড়বে না মোর
পায়ের চিহ্ন এই বাটে"-


ভালোবাসার সূয্যি সেদিন
চলে যাবে পাটে,
জানি আমি সেদিন তোমার
হৃদয় থাকবে সংকটে!
ঝড়ের কাছে জেনে নিও
সেদিন আমার ঠিকানা,
তরঙ্গের ওই আস্ফালনে
আমায় খুঁজতে যেও না!
ঘাস ফুলেদের আলাপনে
খুঁজে আমায় নিও,
কিংবা ঝরা পাতায় আলতো
পরশ ছুঁইয়ে দিও!
দিগন্তের ওই ধূসর প্রান্তে
খোঁজার চেষ্টা কোরো,
মেঘের আড়ালে খামখেয়ালে
পেতেও আমায় পারো!
কখনও যদি তাকিয়ে দেখো
সুদূর সাগর সঙ্গমে,
দেখবে আমি জড়িয়ে তোমার
ভালোবাসার আলিঙ্গনে!
ডেকোনা আমায় ডাকতে যেওনা
যেনো আমি বেশ আছি,
ভালোবাসার দায়ভার থেকে
মুক্তি তোমায় দিযে়ছি!
দূর থেকে আজ শয়নে স্বপনে
অদৃশ্য এক মায়ার বাঁধনে,
ছায়ার মতো তোমার জীবনে
এই আমি বেশ আছি!