এই বেশ ভালো আছি -
ঘাস ফুলের আলিঙ্গনে মাটির কাছাকাছি!
হালকা চালে দিনযাপনে নেই কোনো খেদ মনের কোণে!
নেই ভেদাভেদ সাদা কালোয় যা আছে তা স্পষ্ট আলোয়,
নির্ভয়তার বৃত্তটিতে দিন কেটে যায় ভালোয় ভালোয়!
আজ যা আছে আজই আছে নেই হারানোর ভয়,
কাল যা হবে তাতেই হবে দেখি  না কী হয়!
অহংকার করব কীসে গর্ব করার নেই তো কিছু,
চাওয়া পাওয়ার হিসেবগুলো চলার পথে নেয় না পিছু!
বেলা শেষে ক্লান্তির ঘাম মুছে দেয় ভালোবাসা,
দুঃখটাকে সাথী করেই সুখের পথে যাওয়া আসা!
ছেঁড়া কাঁথায় ক্লান্ত চোখে ঘুম যে আসে ভালো,
স্বপ্ন বলে তোমার কাছে কী আর পাবো বলো!
ভালোবাসার ঠাস বুননে চলছে জীবন গল্প,
মনের মাঝে অনেকটা সুখ হোক না বাকি অল্প!