যা কিছু ভালো ছড়ায় আলো
জগৎ মজে তাতে,
জীবনভর সবাই থাকে
গুণ ও গুণীর সাথে!
ছল কপটের ছত্র ছায়ায়
আজ যা কিছু বডো়,
সত্যের আলোয় কোনো একদিন
হয়ে যাবে সবই ক্ষুদ্র!
যা কিছু নিজের সেই তো খাঁটি
স্বর্ণসম দামী,
ছলনার পথে নিজেরে প্রমাণ
সেতো এক মূর্খামি!
পরিশ্রম ও নিষ্ঠার দাম
সময় দেবে ন্যায্য,
সত্যের পথে পথ চলতে
প্রয়োজন শুধু ধৈর্য!