ভালো ছিল যা কিছু স্মৃতি হয়ে থাক
মন্দ যা কিছু ছিল জ্বলে হোক খাক!
বেলাশেষে চাই না যে হিসেবের গরমিল
নতুন বছর হোক শুধুই সৃজনশীল!
সত্যের জয় হোক মিথ্যার অবসানে
মুখরিত হোক ধরা সাম্য প্রীতির গানে!
থেমে যাক হাহাকার থেমে যাক কান্না
আগামীতে আর নয় রক্তের বন্যা!
অপরাধী ফিরে পাক মানবিক চেতনা
কলুষতা মুছে হোক শান্তির দ্যোতনা!
মুছে যাক গ্লানি যত অনলের পরশে
শুদ্ধ চিত্ত হাসুক অনাবিল হরষে!
প্রশমিত হোক আজ পীড়িতের বেদনা
স্নেহের পরশ পাক পথশিশুর কান্না!
সর্বহারার ঘর হয়ে যাক পূর্ণ
অভুক্ত অভাগারা পায় যেন অন্ন!
চাই না তো আর কোনো নারীর অসম্মান
হৃদয় বীণায় বাজুক জীবনের জয়গান!
ধর্মের নামে আর চাইনা তো হানাহানি
সৃষ্টির পথে আলো জ্বালুক ধর্মবানী!
হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রীষ্টান
আর নয় ভেদাভেদ নয় আর ব্যবধান!
বাঁচব সকলে মোরা মানুষের পরিচয়ে
অশুভকে মুছে দেব দশ হাতে এক হয়ে!
বাঙালি সকলে মোরা বাংলার সন্তান
বাংলা মায়ের তরে সঁপে দেব মনপ্রাণ!
সততার জোয়ারে কেটে যাক অমানিশা
নতুন রবির আলোয় মুছে যাক দুরাশা!
জিয়নকাঠির ছোঁয়ায় জাগুক আজ মানবতা
বসন্ত রঙিন দিন ভরে দিক শূন্যতা!
পুরোনোর বাতায়নে নতুন যে দেয় দোলা
দৃষ্টি প্রদীপ জ্বেলে সাজছে বরণ ডালা!
নতুনের আহ্বানে বাঁধি বুকে শত আশা
পূর্ণতা এনে দিক প্রাণভরা ভালোবাসা!
শুভ্র মননে হোক রঙিন এক পথ চলা
নতুন বছরে চাই হাসিখুশি বাংলা!