হোক না মন রাখার কথা,
ক্ষতি কি!
এভাবে যদি মেলে তবু
একটু আনন্দ,খানিকটা সৌহার্দ্য
তবে ক্ষতি কি!
কিছু মন রাখা কথা ফিরিয়ে যদি দেয় -
হারিয়ে যাওয়া সেই আত্মবিশ্বাস কিংবা
ঠোঁটের কোণের এক চিলতে হাসি,
তবে ক্ষতি কি!
মন রাখা কথারা খুঁজে যদি দেয় তবু -
হারানো মনের ঠিকানা,
ভাদ্রের খর তাপে ছুঁইয়ে যদি দেয়
হেমন্তের হিমেল পরশ,
জীবনের ফিকে পাতায় ছড়িয়ে যদি দেয়
হলুদ বসন্তের খানিকটা রং,
তবে ক্ষতি কি!
হোক না সে শুধু কথার কথা
মন রাখা কথা,
তবুও হয় যদি তা মনের কথা
ক্ষতি কি!