কত শত প্রাণ দিল বলিদান
রক্তের বিনিময়ে রেখে গেল মান!
ইতিহাস বলে চলে সেদিনের কথা
আজও হৃদয়ে বাঁচে লক্ষ শহীদ ভ্রাতা!
ত্রিশ লক্ষ বাঙালির উষ্ণ তাজা প্রাণ
দু'লক্ষ মা বোনের অপমানের দান!
ঘরে এল স্বাধীনতা বিজয়ের রথে
বাঙালির মুখে হাসি বাংলার পথে!
লাল সবুজের দেশ পেল নব পরিচয়
একসুরে বেজে ওঠে বাংলাদেশের জয়!


বাংলা স্বপ্ন আশা বাংলা আমার ভাষা
মন প্রাণ সঁপে দিয়ে বাংলাকে ভালোবাসা!
রক্ত ঝরানো পথে শহীদের অবদান
প্রাণ দিয়ে আগলে রাখি যেন তার মান!
হিংসা বিবাদ ভুলে এক সূত্রে বাঁধি প্রাণ
এক সুরে গাই যেন জীবনের জয়গান!
দৃপ্ত কন্ঠে আজ বলি যেন একসাথে
মুছে যাক গ্লানি যত বাঁধি বুক আশাতে!
সুজলা সুফলা সোনার এই বাংলা
একতাই বল তার নয় সেতো অবলা!


১৬ই ডিসেম্বর বিজয়ের দিবসে
শহীদ স্মরণে আজ বাংলা যে ভাসে!
আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে মন প্রাণ
গৌরবের দিনে গাই বিজয়ের জয়গান!
নতুন প্রভাতে আজ এই শুভক্ষণে
সশ্রদ্ধ প্রণাম জানাই শহীদের স্মরণে!
শুদ্ধ চিত্ত আর শুভ্র মননে
শতকোটি প্রণাম জানাই মায়ের চরণে!