বিষন্নতার ছায়ার একাকী পড়ন্ত এক বিকেল
দিগন্তে চলেছে মেঘেদের সিঁদুর খেলার প্রস্তুতি,
ঝিলের শান্ত জলে বেশ কিছু প্রশ্নের প্রতিচ্ছবি!
মৃদু আলোড়ন তুলে এগিয়ে আসছে
এক ঝাঁক সাদা বুনো হাঁস,
দুধ সাদা পালকের ভাঁজে খুঁজেছিলাম রক্তিম ভালোবাসা!
ভীষণভাবে চাইছিলাম সেই অচেনা সান্নিধ্য,
কিন্তু না এ ভালোবাসা তো চাইনি আমি!
শীতল শান্ত সবুজে ঘেরা ছায়ানীড়ে
দৃষ্টি প্রদীপের শিখায় প্রজ্জ্বলিত
গহীন অন্তরের ভালোবাসা কুড়িয়ে নিতে চেয়েছিলাম আমি!
বুঝতে পারিনি তোকে,হয়তো বা বুঝেছি
তবে আজ অসময়ে কেন অকারণ এই দ্বন্দ্ব!