খেলছে আকাশ রঙের খেলা
মনে মেঘের মেলা,
তোর বিহনে একলা দিনে
কাটছে সারা বেলা!
সেই যে কবে বলেছিলি
আসবি আবার ফিরে,
দিন গুনে আজ কাটছে প্রহর
ভালোবাসার নীড়ে!
নানা রঙের ফুলগুলো সব
ফুটছে নিয়ম করে,
সুবাস মাখা রং ছড়িয়ে
যাচ্ছে সবই ঝরে!
দিনের শেষে রাত্রি এসে
পেরোচ্ছে মাস বছর,
ভিজতে ভিজতে ক্লান্ত দুচোখ
তবুও পথেই নজর!
একমুঠো ওই বসন্ত রঙ
রেখেছি পরম যতনে,
ওই রঙেতেই সাজব আমি
মিলন তিথির ক্ষণে!
স্বপ্নগুলো আজও মনে
রঙিন ছবি আঁকে,
শেষবেলায় হয়তো সবই
হয়ে যাবে ফিকে!
দীপ্তিহীন শিখায় প্রদীপ
জ্বলছে তবু আশায়,
যুক্তি তর্ক থাকনা দূরে
বিশ্বাস ভালোবাসায়!