এই যে তুমি তাকে ছোটো করলে
কী ভেবেছ..... খুব বড়ো হয়ে গেলে!
এভাবেও বড়ো হওয়া যায়় কি?
পারলে প্রশ্নটা ছুঁড়ে দিও বিবেকের কাছে!


আমি জানি, লৌকিক,অলৌকিক,পরলৌকিক
কোনো ভয়েই ভীত নয় তুমি!
কিন্তু সময়.........কী জবাব দেবে তাকে?


অহংকারের যে হাসি লেগে আছে ঠোঁটের কোণে
এক লহমায় পুড়ে যেতে পারে অনুতাপের আগুনে!


পারলে নিজেকে বড়ো করো নিজেরই মাপকাঠিতে,
চেটেপুটে স্বাদ নিতে পারবে সেই প্রাপ্তিটুকুর!
ভেবোনা জ্ঞান দিচ্ছি........
আমি তো দৃষ্টি প্রদীপের শিখায় তোমার
অহংকারের আঁধার পথে একমুঠো আলো
ছড়াতে চেয়েছি মাত্র......বাকিটা তোমার বিচার!


ভুলে যেও না, সময় বলে আসল কথা...শেষ কথা!