অলস সময় থমকে দাঁড়ায়
ব্যস্ত সময় দেখে,
ব্যস্ততার একটু পরশ
চায় সে দেখতে মেখে!


এক একটা দিন ওর যে সুদিন
দেবে কি আমায় ধার কটা দিন!
সারা দিনের সঙ্গী আমার হতাশা অবসাদ
সময় আছে জীবন আছে নেই তো কোনো স্বাদ!
মন আকাশে ব্যথার বাদল যায় না কভু টুটি
নিত্য আমার ছুটি রে ভাই শুধুই ছুটি ছুটি!
বেলা শেষে প্রাপ্তি আমার শুধুই অবহেলা
ব্যস্ত সুখী সময় দেখে ধরছে মনে জ্বালা!


সাধ যে ভারী জাগছে মনে ব্যস্ত হয়ে দেখি
কোন সে দোষে ব্যস্ততা যে দিল আমায় ফাঁকি!
পরের কথা পরে হবে আজ তো সুখের সময়
সুখ সেদিনের অসুখরূপে করেছে জীবন জয়!