ও মেঘ, সঙ্গে নিবি আমায়?
সেই কবে কে যেন পরিয়েছে পায়ে
নিয়মের লৌহ বেড়ি!
আমারও ভীষণ ইচ্ছে করে জানিস
অনেকটা জায়গা নিয়ে ডানা মেলে ধরি,
দিগন্তের ওই কোণে
মিতালি পাতাই চাঁদ তারাদের সনে!


ও মেঘ,সঙ্গে নিবি আমায়?
তোর কোমলতার শীতল ছায়ায়
তাড়িয়ে তাড়িয়ে চেখে নেব জীবনের স্বাদ,
বিষমুক্ত বাতাসে নেব প্রাণ ভরে শ্বাস!
পাড়ি দেব সুদূর সাধের অজানায়
যেখানে কেউ চেনে না আমায়,
কেউ জানে না আমায়!


ও মেঘ,সঙ্গে নিবি আমায়?
চেয়ে নেব একমুঠো রংধনু রং
ইচ্ছেমতো ভরে নেব নয়নের তারায়!
মেখে নেব নির্মল জোছনা
ধুয়ে নেব যত গ্লানি!


ও মেঘ সঙ্গে নিবি আমায়?
না বলা কথায় কথায়
ঝরব বৃষ্টির ফোঁটায়,
শীতল পরশে জুড়িয়ে নেব জ্বালা যত!
নিষেধ মানার লৌহ বাঁধন ছিঁড়ে
হারিয়ে যাব কোনো এক অজানার ভিড়ে!


ও মেঘ,বলনা সঙ্গে নিবি আমায়...!!