সময় কোনোদিনই সেভাবে আমার ছিল না
হয়তো ছিল...চিনতে পারিনি তাকে!
হতে পারে যেভাবে সাজতে বলেছিল সে
সাজাতে পারিনি নিজেকে!
অসময়ের কাছে আজ ভিক্ষে চাইতে হয় সময়
প্রাপ্তি...লাঞ্ছনা,অপমান!
তবু আশার প্রদীপ তো জ্বালানোই যায়
মানা তো নেই কোনো!
দোষ যদি হয় আমারই...শোধরাতে তো আমাকেই হবে
তবু প্রশ্নটা আঁচড় কেটেই চলে...
নিয়তির কি কোনো হাত ছিল না তাতে?
উত্তর...বিতর্কিত!