অনেক অধীনতার মাঝে
পেলাম স্বাধীনতা,
মনের কথায় চলছে কলম
নেই তো নিষেধ বাধা!
করছি প্রকাশ ভাবনা যত
খামখেয়ালে আপন মনে,
শূন্য ঝাঁপি যাচ্ছে ভরে
শুভেচ্ছা আর প্রীতির দানে!
খুশির ছোঁয়া দেয় যে দোলা
ক্লান্ত মনের বাতায়নে,
কথায় কথায় বাক্যালাপে
ঘর ভরে যায় একলা ক্ষণে!
নাইবা হলাম গুণী কবি
নাইবা হলাম দামি,
মনের ঘরে জোনাক জ্বলে
কেমনে আর থামি!
নাইবা পেলাম ধন দৌলত
মান কিংবা যশ,
এই যে নীরব ভালোবাসা
তাতেই দশে দশ!