প্রয়োজনের অভিধানে মায়া মমতা ভালোবাসা
শব্দগুলো বড্ড ফিকে দেখায়,
অথচ,জন্ম লগ্ন থেকে প্রতিটি পদক্ষেপে
প্রয়োজন চিনে নিতে শিখিয়েছিলো এরাই!
ফেলে আসা,ছেড়ে যাওয়া,ভুলে থাকা,ভালোবাসাহীন দায়বদ্ধতা
বেদনার ডালিতে ব্যথার শব্দেরা -
সেও তো প্রয়োজনে!
প্রয়োজন...ঠিক কতটা
উত্তর জটিল বড়...নেই কোনো সঠিক নির্দিষ্ট মাপকাকঠি,
প্রয়োজন......ইচ্ছেমতো...
প্রয়োজন অনুসারে বাড়ছে প্রয়োজনের চাহিদা!
পরিণাম......কলুষিত মানবতা,নিরূপায় বিবেক
জন্ম নিচ্ছে অপরাধ......পথভ্রষ্ট চেতনা!


ঠিক কতটা প্রয়োজন হলে প্রয়োজন হবে না আর প্রয়োজনের?