দীঘল নদীর পথটি বেয়ে
শাল পিয়ালের বন ছায়ে,
স্বপ্ন বোঝাই প্রেমের নায়ে
নিরুদ্দেশে চলছি দু'য়ে!


নেই তো সঠিক পথটি জানা
কোথায় মোদের শেষ ঠিকানা,
চলতে তবু নেই তো মানা
হোক অচেনা তবুও চেনা!


থাকনা শাসন বারণ যত
ব্যথার আঘাত দিক না ক্ষত,
বিপদ বাধা আসুক যত
চলব মনের কথা মতো!


শক্ত হাতে হাতটি ধরে
সাত রঙেতে আঁখি ভরে,
বিশ্বাসকে সাথী করে
ভিড়ব ভালোবাসার নীড়ে!