অন্যেকে হারিয়ে জিতব -
কোনোদিনই আমার উদ্দেশ্য নয়!
হ্যাঁ, আমি জিততে চাই
আমার সমস্ত দুর্বলতা ব্যর্থতা অক্ষমতার কাছে!
আমি হারাতে চাই -
হতাশা অবসাদ যন্ত্রণাকে
আরশিতে ফুটে ওঠা প্রতিচ্ছবিকে
যার অধর জুড়ে ব্যঙ্গের ক্রুর হাসি
জ্বালা ধরায় আমার প্রতিটি রোমে রোমে,
যার চোখে চোখ রাখলে ছোটো হয়ে যাই নিজের কাছে!
আমি হারাতে চাই  -
দম্ভ অহংকার গ্লানি ক্ষুদ্রতার অনুভবকে,
কারণে অকারণে অন্তরে বেড়ে ওঠা
হিংসা ও লোভের মতো ব্যধিকে!
প্রমাণ করতে চাই নিজেকে নিজেরই কাছে,
প্রতিবিম্বের চোখে চোখ রাখতে চাই সদর্পে!
আমি হারাতে চাই আমার না চাওয়া আমিকে
হারিয়ে নিজেকে আমি জিততে চাই...!!