"আমি তো বেশ ভাবতে পারি মনে"
ফড়িং হয়ে উড়ছি ঘাসের বনে!
কিংবা সুখী প্রজাপতির ডানায়
রং বাহারে আমাকে বেশ মানায়!
শিকল ছিঁড়ে দিগন্তের ওই নীলে
বিহংগ এক উড়ছি ডানা মেলে!
শিশির বিন্দু দুলছি ঘাসের ডগায়
পরশ আমার ফুল পাখিদের জাগায়!
ফিঙে আমি নাচছি গাছের ডালে
দখিন হাওয়া দিচ্ছি দোলা পালে!
ভ্রমর হয়ে উড়ছি ফুলে ফুলে
নৌকো আমি ভাসছি দুলে দুলে!
খেলছি আমি দিগন্তের ওই রঙে
নদী হয়ে চলছি আপন ঢঙে!
বৃষ্টি হয়ে ঝরছি শ্রাবন ধারায়
নিষেধ মানা দেখলে আমায় ডরায়!
"আমি তো বেশ ভাবতে পারি মনে"
ভরিয়ে দেব জীবন খাতা খুশির গানে গানে!