মিষ্টি মিষ্টি মিষ্টি
কী লোভনীয় সৃষ্টি,
নানা স্বাদে রঙ বাহারে
বাঁধা পড়ে যায় দৃষ্টি!
মধুমেহ রোগীর খেদ
বেশি খেলে বাড়ে মেদ,
মিষ্টি প্রেমীর ভালোবাসায়
নেই যে তবু কোন ছেদ!
আপ্যায়নে অনুষ্ঠানে
আনন্দের ওই শুভক্ষণে,
কিংবা কোনো খুশির দিনে
নেই যে গতি মিষ্টি বিনে!
নানারূপে হাজির সেতো
রুক্ষ শুষ্ক কিংবা রসাল,
বাহারি সব নামেই জিভে
চলে আসে জল!
নিন্দুকে ওই স্বাস্থ্য বলে
মিষ্টি বড়ই সর্বনাশী,
যে যাই বলুক আমি বলি
তোমায় আমি ভালোবাসি!