সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
মন যে আমার হারিয়ে চলে সুদূর আপন দেশে,
বাস্তবের ওই ঘেরাটোপে প্রয়োজনের সাথে
যন্ত্ররূপী শরীরখানি ধুঁকছে দিনে রাতে!
করছে বিলাপ মনের দুখে একলা ঘরে বসে
মন যে কখন উধাও হলো পাই না আমি দিশে!
মনটাকে যে সুখের জালে আটকে রাখি সদাই
তবুও মনের মন ভরে না শুধুই পালাই পালাই!
মনকে ছাড়া আমি যে ভাই কেবলই এক যন্ত্র
নিশিদিন জপছি শুধু খেটে খাওয়ার মন্ত্র!
মনের মতো থাকত যদি আমারও ইচ্ছে ডানা
হারিয়ে যেতাম এক পলকে পেরিয়ে নিষেধ মানা!