স্বপ্ন সুখে বাঁচার তরে
বেড়েই চলে বিত্ত,
তারই ভিড়ে কখন যেন
যায় হারিয়ে চিত্ত!
দুখীজনের দুঃখে তেমন
প্রাণ কাঁদে না আর,
শীত ঘুমন্ত মানবতা
চেতনাও ছারখার,
অন্যায় যে সহে আর
অন্যায় যে করে,
অপরাধ হয় না ওদের
ভারী বিত্তের ভারে!
আরো আরো আরো চাই
প্রার্থনা এই নিত্য,
ঘর ভরিয়ে লোভ বাড়িয়ে
মোরে আরো আরো দাও বিত্ত!