তুমি না থাকলে - মনের কথা বলাই হতো না,
                     ভাবনা যত শূন্য পাতায়
                     লুটোপুটি খেতো না!
তুমি না থাকলে - ভাবের প্রকাশ হয়তো বা হতো না
                     মন ও প্রাণের দুয়ার খুলে
                     গাওয়াই হতো না!
তুমি না থাকলে - অনুভূতিগুলো কবিতা হতো না
                      গল্পে গানে ছন্দে কথায়
                      খেলাই হতো না!
তুমি না থাকলে-  নিজেকে কখনো চেনাই হতো না
                     অচেনার ভিড়ে চেনাকে খুঁজে
                     পাওয়াই হতো না!
তুমি না থাকলে-  মাইকেল কবি বিখ্যাত হতো না
                     রবীন্দ্রনাথ নামের আগে
                     কবিগুরু হতো না!
তুমি না থাকলে - বিদ্যাসাগর নামটি হয়তো জানাই হতো না
                     আবোল তাবোলে মনটি মজে
                     পাগল হতো না!
তুমি না থাকলে - বনলতা সেন বরণীয় হতো না
                     কবি নজরুল হয়তো কখনো
                     বিদ্রোহী হতো না!
তুমি না থাকলে-  ২১ কখনো স্মরণীয় হতো না
                     প্রাণচঞ্চল জাতীয় গীতটি
                     রচিতই হতো না!
তুমি না থাকলে-  বসন্ত রঙ মাখাই হতো না
                     জীবন বীণা খুশির তারে
                     বাঁধাই হতো না!


          মিষ্টি মধুর বাঙলা ভাষা
          আমার গর্ব আমার আশা,
          আমার স্বপ্ন, প্রত্যাশা
          মন প্রাণ সঁপে দিয়ে তাই
          এই ভাষাকেই ভালোবাসা!
          হাজার ভাষার ভিড়ে কাঁদে মন
          বাংলা ভাষার তরে,
          বাংলা মায়ের চরণ ধূলি
          রেখেছি মাথার 'পরে!!