শ্বেত শুভ্র পদ্মাসনা দেবী বীণাপানি,
বিদ্যাদায়িনী রূপে তোমারেই মানি।
পুস্তক হস্তে আর হংস বাহনে,
নবরূপে এসো মাগো বসো গো আসনে!
মাঘমাসের শুক্লপক্ষ পঞ্চমী তিথি,
আজ এই শুভক্ষণে করি যে মিনতি।
অজ্ঞানেরে দাও জ্ঞান দাও শুভবুদ্ধি,
জ্ঞানের আলোকে হোক চিত্তের শুদ্ধি।
সাজিয়েছি ফুল ফল নিয়েছি পলাশ,
সঁপে দেব অঞ্জলি জানাব যে আশ।
পৃথিবীটা আজ বুঝি যায় রসাতলে,
ধ্বংস হোক কুশিক্ষা শিক্ষার অনলে!
মিলনের সুরে আজ জেগে উঠুক প্রাণ,
মানবকন্ঠে দাও মা ভরে ভালোবাসার গান!
বিদ্যা বুদ্ধি জ্ঞানের আলোয় ঝলমলে হোক ধরা,
দুহাত ভরে ভরাও মাগো জ্ঞানের শূন্য ঘড়া!
আশীষখানি রেখো মাগো সদাই মাথার 'পরে,
শতকোটি প্রণাম তোমায় জানাই ভক্তি ভরে!