নিজে যদি ভালো তবে সব কিছু ভালো
মন্দ চিত্ত শুধু খুঁজে ফেরে কালো!


নিজেরে সবার আগে পরখ করে নাও
বিবেকের আরশিতে প্রশ্ন ছুঁড়ে দাও!


হতে পারো জ্ঞানী তুমি কিংবা বিদ্বান
সব কিছু বৃথা হবে না দিলে সম্মান!


ব্যঙ্গের পথে চলে দিও না কভু জ্ঞান
আচরণই দেবে বলে কে কতো মহান!


যত আছে গ্লানি মনে ধুয়ে মুছে  নাও
হৃদয় ঘড়া ভালোবাসার মোহরে ভরিয়ে দাও!


(এর মাধ্যমে কাঊকে জ্ঞান দেওয়া আমার উদ্দেশ্য নয়।কথাগুলো নিজেই নিজেকে বলা)