আকাশ,আমায় অবাক করে তোমার উদারতা
যুগে যুগে সবার সনে অনন্ত সখ্যতা!
খেলে রবি আলোর খেলা সকাল থেকে সাঁঝ
তোমায় আপন ভাবতে কভু কেউ করেনা লাজ!
তোমার বুকে চন্দ্র এসে আঁধার মুছে ফেলে
তারারা কেমন সোনার আলো তোমার বুকেই জ্বালে!
মেঘও এসে মনের সুখে ভাসায় আপন ভেলা
সূর্য খেলে মেঘের সনে লুকোচুরি খেলা!
সদলবলে কখনও মেঘ একাই খেলতে থাকে
অবাক লাগে কিচ্ছুটি যে বলনা তুমি তাকে!
বৃষ্টি হয়ে ঝরে তো মেঘ সেই তো হারিয়ে যাবে
দাও যে সময় শুধুই তাকে,ভাব কী আর এমন হবে!
ডানা মেলে বিহঙ্গদের অবাধ বিচরণ
হারাতে চায় তোমার বুকেই একলা উদাস মন!
একলা তুমি কেমনে আকাশ সামলে চলো সব
খামখেয়ালে খেলছে সবাই তুমি তো নীরব!
মানুষগুলোর হৃদয় যদি হতো তোমার মতো
কলুষমুক্ত স্বপ্নমুখর সমাজ বুঝি হতো!
সত্যি, আমায় অবাক করে তোমার বিশালতা
কেমনে হবো তোমার মতো বলবে কি সে কথা?